
রবিবার ২৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: গোটা ভারতের মধ্যে দ্বিতীয়, স্কুলের মধ্যে প্রথম। আইসিএসই-তে ৪৯৯ নম্বর পেয়ে এবার একাদশ-দ্বাদশে মন দিয়েছে ডন বস্কো লিলুয়ার ছাত্র আরুষ সাহা। ৫০০ নম্বরে ৪৯৯ পেয়ে গোটা ভারতে দ্বিতীয় হয়েছে আরুষ। একটি মাত্র নম্বর কাটা গিয়েছে ইংরেজিতে। বাকি সবকটি বিষয়ে ফুল মার্কস পেয়েছে সে। অবশ্য, আরুষ মন দিয়েছে এবার একাদশ-দ্বাদশের দিকে। সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছে তার।
আজকাল ডট ইনকে সে জানাল, ‘আপাতত সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছে রয়েছে। অঙ্ক আমার খুব ভাল লাগে, সেটা নিয়েই এগোতে চাই, পরবর্তীকালে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার ইচ্ছে’। আরুষের বাবা সুজন সাহা জানালেন, ‘পড়াশোনার ক্ষেত্রে আমি খুব একটা নজর দিতাম না। ওর মা পাটুলিয়া গার্লস স্কুলে ইতিহাসের শিক্ষিকা। তিনিই পড়াশোনাটা দেখতেন। আমার খেয়াল রাখতাম যাতে পরীক্ষার আগে ও খুব বেশি চাপ না নেয়। আমরা বারবার বলেছি তুমি তোমার সেরাটা দিয়ে আসবে। পরীক্ষায় ফুল মার্কস পেতেই হবে এরকম কোনও ব্যাপার নেই। ঠাণ্ডা মাথায় পরীক্ষা দিয়ে আসবে। স্কুল থেকেও খুব ভালভাবে সাহায্য পেয়েছে আরুষ’।
আরুষের রেজাল্টের পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে চিঠি পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে। আরুষের বক্তব্য, ‘সারা বছরই পড়াশোনা করেছি, যে কারণে পরীক্ষার আগে আমাকে খুব বেশি খাটতে হয়নি। তবে আইসিএসই পরীক্ষার আগে স্কুল থেকে খুব সাহায্য পেয়েছি। প্রচুর টেস্টপেপার করেছি, মক টেস্ট দিয়েছি, স্কুলেও নিয়মিত পরীক্ষা নেওয়া হত। সেগুলো খুব কাজে দিয়েছে’।
পড়াশোনার পাশাপাশি গান, আবৃত্তির প্রতিও আগ্রহ রয়েছে তার। ফুটবলের পাশাপাশি ক্রিকেট দেখতেও ভালবাসে লাল হলুদের ভক্ত আরুষ। সে জানায়, ‘আমি ইস্টবেঙ্গল সমর্থক। ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্সের খেলা দেখতেও ভাল লাগে। তবে তিনবার মাঠে গিয়েছি, তিনবারই কলকাতা হেরে গিয়েছে, তাই বাড়িতেই খেলা দেখছি এখন’।
বিএসএফ জওয়ান পূর্ণমের সঙ্গে দেখা করলেন সাংসদ কল্যাণ, হল মিষ্টিমুখ
অ্যাম্বুল্যান্স থেকে বাড়তি রেলের সুবিধা, শ্রাবণী মেলার আগে পুণ্যার্থীদের জন্য একগুচ্ছ পরিকল্পনা
'দেশে ফেরার আশা ছেড়েই দিয়েছিলাম', রিষড়ায় ফিরে অভিজ্ঞতা ভাগ করলেন পূর্ণম কুমার
চা বাগানে দুই দাঁতাল হাতির লড়াই! ট্রাক্টর দিয়ে ভয় দেখিয়ে জঙ্গলে ফেরত পাঠালেন শ্রমিকরা, এখনও আতঙ্ক এলাকায়
হাসনাবাদে রাতের আকাশে সীমান্তের ওপার থেকে উড়ে এল রহস্যময় আলো, ড্রোন বলে সন্দেহ স্থানীয়দের
বর্ধমানে ভাড়া ঘরে ঘাপটি মেরে দিব্যি চলছিল প্রতারণা, ওঁত পেতে ধরল দিল্লি পুলিশ, জালে 'জামতারা গ্যাং'-এর তিন
ঢাকুরিয়া স্টেশনের কাছে চলন্ত ট্রেনে পাথর হামলা, মাথা ফাটল যাত্রীর! প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা
লেগেছে ওয়েলকাম গেট, আলোয় সেজেছে বাড়ি, পূর্ণমের ঘর-ওয়াপসি ঘিরে উৎসবের মেজাজে রিষড়া
গুণমান নিয়ে প্রশ্ন, বাংলা-সহ দেশজুড়ে পরীক্ষায় ফেল ১৯৮টি জীবনদায়ী ওষুধ!
খুন করে প্রমাণ লোপাটের অভিযোগে দোষী, আরপিএফ কনস্টেবলকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত
সপ্তাহ ঘুরতেই ঘূর্ণিঝড়? হুহু করে হাওয়া, ঝড়-জলের তান্ডব কবে থেকে? জানুন IMD-এর লেটেস্ট আপডেট
প্রসূতিকে নির্যাতনের অভিযোগে তোলপাড় বাগদা হাসপাতাল, তদন্তের আশ্বাস প্রশাসনের
ভারত থেকে বাংলাদেশে পাচার হচ্ছে স্মার্ট ফোন! তার আগেই ওঁত পেতে বড় ছক বানচাল করল পুলিশ
আচমকা হড়পা বানে হাড়হিম কাণ্ড, নদীর জলে তলিয়ে যাচ্ছে ট্রাক্টর, প্রাণপণে সাঁতরে বাঁচায় চেষ্টায় চালক-খালাসি!
বর্ধমানের বড়বাজারে ভয়াবহ আগুন, ভস্মীভূত একাধিক দোকান